1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
হজ নিয়ে সৌদির সিদ্ধান্ত জানতে চায় ইন্দোনেশিয়া
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

হজ নিয়ে সৌদির সিদ্ধান্ত জানতে চায় ইন্দোনেশিয়া

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৩৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  করোনাভাইরাসের মহামারির মধ্যে এবারের হজ হবে কি-না এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া।

করোনা সংকটের কারণে মার্চে ওমরাহ হজসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে এরই মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। গত মাসে এখনই বার্ষিক হজের পরিকল্পনা না নিয়ে ধৈর্য ধরতে মুসলিম উম্মার প্রতি গত মাসে আহ্বান জানায় দেশটির হজ কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমে খবর জুলাই আর আগস্ট মাসে হজের জন্য প্রায় ২৫ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইসলাম ধর্মে বলা আছে, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জীবদ্দশায় একবার হলেও হজ পালন করা উচিত।
কিন্তু জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের হজ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। চলমান রমজান মাস শেষ হওয়ার আগে এ ব্যাপারে তাদের কাছ থেকে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চেয়েছে বলে জানিয়েছে এএফপি।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় মুখপাত্র ওমান ফাথুরাহমান বলেন, “এবারের হজ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, না বাতিল করা হবে এ ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি। ”

মুসলিম জাতিগোষ্ঠীর সবচেয়ে বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া থেকে এবার ২ লাখ ৩১ হাজার মানুষ হজব্রত পালনের জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাজীদের জন্য হাউজিং, পরিবহন ও অন্যান্য বিষয়াদি নিয়ে সৌদি ট্রাভেলস কর্তৃপক্ষগুলোর সঙ্গে এখনো আলাপ-আলোচনা হয়নি।

ফাথুরাহমান বলেন, “এখন পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় সৌদি আরবে হজ সেবার জন্য কোনো চুক্তি বা লেনদেন শুরু করেনি। ”

হজ অনুষ্ঠান সৌদি আরবের আয়ের অন্যতম উৎস। কিন্তু করোনাভাইরাসের মহামারির মধ্যে এবার হজ আয়োজন করলে বিশাল জনসমাগম থেকে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ারও শঙ্কা আছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!