1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঘরমুখী মানুষদের ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন

ঘরমুখী মানুষদের ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৯২ জন পড়েছেন

নিউজ ডেস্ক: করোনা সংকটের মধ্যে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে  ঈদে ঘরমুখী মানুষের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার স্থানান্তর বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। ঘর থেকে বের হয়ে কেউ আটকা পড়বে না। সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন অন্যথায় সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে।

গতকাল বুধবার দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গ্রামমুখী মানুষদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও যারা দলে দলে গ্রামমুখী হচ্ছেন, নানা কৌশলে স্থানান্তরের চেষ্টা করছেন- তাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকারি অবস্থান কঠোর। তাই আবারও অনুরোধ করছি নিজ নিজ অবস্থানে থাকুন, ঘর থেকে বের হয়ে পথিমধ্যে আটকে পড়ার ঝুঁকি নেবেনা। তখন এদিক-ওদিক দুদিকই হারাবেন এবং ভোগান্তিতে পড়বেন। সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর অবস্থানে যেতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!