সিলেটে রাস্তায় থাকা অসহায়ের পাশে সেহরীর খাবার নিয়ে পুলিশ সদস্য ছিদ্দিকুর
প্রকাশিত :
বুধবার, ২০ মে, ২০২০
৬৭৬
জন পড়েছেন
সিলেট: সিলেটে রাস্তায় থাকা অসহায় মানুষের পাশে সেহরীর খাবার নিয়ে দাড়ালেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য মোঃ ছিদ্দিকুর রহমান।
মঙ্গলবার (২০ মে) সেহরীর সময় সিলেট নগরীর বিভিন্ন রাস্তায় থাকা ৭০ জন মানুষের হাতে সেহরীর খাবার পৌছে দেন মেট্রোপলিটন পুলিশের মোটরযান শাখায় কর্মরত এ পুলিশ সদস্য। মাতবতাপ্রেমী এ পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার চন্ডিপুর গ্রামে।
ছিদ্দিকুর জানান, রাস্তার পাশে ঘুমিয়ে থাকা অসহায় মানুষদের হাতে সেহরীর খাবার পৌছে দিচ্ছেন খাবার। সেহরীর সময় সব ধরণের রেষ্টুরেন্ট বন্ধ থাকায় রাস্তায় থাকা অসহায় মানু্ষগুলো সেহরী খেতে পারছে না বিধায় এই ব্যতিক্রমধর্মী উদ্দ্যাগ নিয়েছেন।
ইতিমধ্যে এই পুলিশ সদস্য করোনা পরিস্থিতর মধ্যে অসহায়দের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন।