সালাহ্উদ্দিন শুভ:: বিশ্বব্যাপী করোনায় ভাইরাস (কোবিড-১৯) মহামারী আকার ধারণ করেছে, করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও কর্মহীন মানুষ। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশরন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী হাজী মো.রশিদ মিয়া।
বুধবার (২০ মে) দুপুর ২ টায় পতনউষার ইউনিয়নের রশিদপুর ও শ্রীরামপুর এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে ২ শত প্যাকেট খাদ্যসামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য মো. সায়েক মিয়া,ব্যবসায়ী এমরান হোসেন রনি,ব্যবসায়ী জমসির মিয়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,গত কিছুদিন আগে তিনি এই এলাকার ১৫০ পরিবারের মধ্যে সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,সাংবাদিক, সাজিদুর রহমান সাজু, সালাহ্উদ্দিন শুভ,হৃদয় ইসলাম।