সালাহ্উদ্দিন শুভঃ করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জেও মাঠে কাজ করছে সাংবাদিক । মৌলভীবাজারের কমলগঞ্জের ৪ জন সাংবাদিককে পিপিই দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তারফদার ।
বুধবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তারফদারের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইমন আহমেদ তরফদার,কমলগঞ্জ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদারের বাসায় ৪ সাংবাদিকের হাতে এসব পিপিই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন,মো.বদরুল ইসলাম,সমাজ সেবক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৩নং মুন্সিবাজার ইউনিয়ন,সাংবাদিক সাজিদুর রহমান সাজু,আহাদ মিয়া,সালাউদ্দিন শুভ,হৃদয় ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ পক্ষে ইমন তরফদার জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এসব কাজে সাংবাদিকরাসহ সমাজের সুশীল ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের নিরাপত্তা রক্ষায় পিপিইর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ দিন আগে কমলগঞ্জ থানা পুলিশকে, এর আগে তিনি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাদের পিপিই দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তারফদার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকার জন্ম গ্রহণ করেন।