স্পোর্টস ডেস্ক: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা কথা বাংলাদেশ দলের। দিন দুয়েক আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলো আয়োজনের জন্য নিজেরা প্রস্তুত বলে জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট। তার আগে জুনে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করে তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের ব্যাপারে এখনই আগ্রহী নয়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আয়োজক দেশ চাইলে তো হবে না, আমাদের খেলোয়াড়দের আমরা পাঠাতে পারব কিনা, সেটা দেখতে হবে। ওরা কোথায় থাকবে, কী করবে…। এগুলো তো সহজ সিদ্ধান্ত নয়।’ এদিন জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক হাজার ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি বেশ ভালো বলা চলে। তাই দেশটি দ্রুতই মাঠে ক্রিকেট ফেরাতে তৎপরতা চালাচ্ছে। বিসিবি সভাপতি বলছেন, ‘একটা জায়গায় এখন অবস্থা ভালো আছে। এক মাস পর আবার অন্যরকম হতে পারে। এটা তো বলা যাচ্ছে না, শেষ হবে কোথায় বা কখন কী পরিস্থিতি হবে।’
তাই বিসিবি এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বেশ ভেবে চিন্তে, ‘আমরা অন্যদের একটু পর্যবেক্ষণ করব। আইসিসি-এসিসি কী করে, অন্য দেশগুলো কি করে, এসব দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমরাই প্রথম হব এটা ভাবা ঠিক নয়।’