অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় আম্পানের কবলে সাতক্ষীরায় একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল বুধবার রাতে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, সাতক্ষীরা শহরে কামাল নগর এলাকায় আম গাছের ডাল পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে সাতক্ষীরায় আম্পানের প্রভাব পড়তে শুরু করে।
রাত ১০টার দিকে বাতাসের বেগ বৃদ্ধি পেতে থাকে। বাড়তে থাকে বৃষ্টিও।আম্পানের প্রভাবে সাতক্ষীরায় ১২টি বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার পরিষদের ভাইস চেয়ারমান অসীম বরণ চক্রবর্তী জানিয়েছেন, আশাশুনি সদর ইউনিয়নের দয়ারঘাট এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে গ্রামে পানি ঢুকতে শুরু করেছে।
তিনি জানান, এ ছাড়া প্রতাপনগর ইউনিয়নের চারটি পয়েন্টে বেড়ি বাধ ভেঙে পানি ঢোকা শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায আবহাওয়া অধিদপ্তরের সাতক্ষীরা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, সাতক্ষীরার সব নদ নদী সুপার সাইক্লোন আম্পানের অগ্রভাগে ঢুকে পড়ায় উত্তাল হয়ে উঠেছে। ৫ থেকে ৭ ফুট উচ্চতায় নদীর পানি বেড়ে গেছে।