1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আম্পানঃ ভোলার চরাঞ্চল প্লাবিত
বুধবার, ৩১ মে ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

আম্পানঃ ভোলার চরাঞ্চল প্লাবিত

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৮১ জন পড়েছেন

অনলাইন ডেস্কঃ  ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চরফ্যাশনের ঢালচর, চরপাতিলা, মনপুরার কলাতলীর চর, চরনিজাম ৩-৪ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। চরনিজাম ও কলাতলীর চরে আশ্রয়কেন্দ্রের রাস্তার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।

বিচ্ছিন্ন চরাঞ্চলে থাকা মানুষজনকে আশ্রয়কেন্দ্রে আনতে কাজ করে উপজেলা প্রশাসন।

অপর দিকে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া চর ফ্যাশনের ঢালচর ও চর পাতিলা এলাকার লোকজনকে মঙ্গলবারই বিভিন্ন ট্রলারযোগে মূলভূখন্ডে নিয়ে আসা হয়েছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ইতোমধ্যে কলাতলীর চর ও চরনিজামে জোয়ার পানি উঠেছে। সেখানকার আশ্রয়কেন্দ্রে আসা লোকজনদের খাবার দেওয়ার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, সিপিপির সদস্যরা মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে কাজ করে যাচ্ছে। মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!