করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দিয়ে হাসিনাকে শি’র ফোন
প্রকাশিত :
বুধবার, ২০ মে, ২০২০
৪২৩
জন পড়েছেন
অনলাইন ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি জানতে চেয়ে মহামারি মোকাবিলায় বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন চীনের প্রেসিডেন্ট। প্রায় ২৫ মিনিটব্যাপী ফোনালাপে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন শি জিনপিং। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজ বিকেল ৫টার দিকে টেলিফোন করে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। বাংলাদেশ সম্মত হলে করোনাভাইরাস প্রতিরোধে চীন বিশেষজ্ঞ দল পাঠাতে চায় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট।