এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানী মেডিকেল কলেজে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ২২ টি পজেটিভ আসে। যাদের পজেটিভ এসেছে তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। জানা যায়, বুধবার ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়ারা সিলেট নগরী, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৪৭১ জনের করোনা শনাক্ত হলো। আর সিলেট জেলায় শনাক্ত হয়েছে ২০৭ জনের।