ডাক অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগে মধ্যে পটুয়াখালী, সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা ও বরগুনায় ৬ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা।
সন্ধ্যায় ঝোড়ো বাতাসের মধ্যে সাতক্ষীরা সদরে গাছচাপা পড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
পটুয়াখালীতে গাছচাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নৌকাডুবিতে নিখোঁজ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে রাসেদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, এলাকায় জনসচেতনতায় প্রচার চালাতে গিয়ে সকালে ধানখালীর ছৈলাবুনিয়ায় খালে নৌকা ডুবে নিখোঁজ হন সিপিপি দলনেতা শাহ আলম। নয় ঘণ্টা পর ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেছে।
সন্ধ্যায় বৃষ্টির মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেয়ালে চাপা পড়ে শাহজাহান মোল্লা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান।
ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই ভোলার চরফ্যাশনে ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে ছিদ্দিক ফকির নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয় বলে দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ জানিয়েছেন।
এ ছাড়া মঙ্গলবার রাত ১২টার দিকে বরগুনার সদর উপজেলার আশ্রয়কেন্দ্র যাওয়ার পথে এক ব্যবসায়ী ‘অসুস্থ হয়ে’ মারা যান। বরগুনা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, শহীদুল ইসলাম নামের ৬৪ বছর বয়সী ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন।
উইন্ডি ডটকম এবং জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এর পূর্বাভাস মতে ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর চোখ বা কেন্দ্র মধ্যরাতের পর কোনো এক সময় বাংলাদেশে প্রবেশ করবে।
তবে সর্বেশেষ রাত ২টা পর্যন্ত আম্পানের কেন্দ্র বাংলাদেশে পবেশ করেনি।
দবে অল্প সময়ের মধ্যে তা প্রবেশ করবে। ইতিমধ্যে সাতক্ষীরায় ১২টি বেড়িবাঁধ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।