1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিবের জন্মদিন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিবের জন্মদিন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৫১৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন বৃহস্পতিবার। ১৯৮০ সালের ২১ মে জন্মগ্রহণ করেন তিনি।

গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) মাধ্যমে আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাদওয়ান মুজিব।

তার নির্দেশনায় প্রকাশিত হচ্ছে ‘মুজিব’ নামের সিরিজ গ্রাফিকস নভেল।

জীবনীভিত্তিক এই প্রকাশনার মধ্য দিয়ে শিশুদের কাছে পরিচিত করে তোলা হচ্ছে বঙ্গবন্ধুকে।
এ ছাড়া বঙ্গবন্ধুকে হত্যার পর তার দুই মেয়ে কীভাবে জীবনসংগ্রাম করেছেন সেসব ঘটনা নিয়ে নির্মিত ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটার টেইল’-এর নেপথ্যে ছিলেন রাদওয়ান মুজিব।

শিক্ষাজীবনে বিশ্বখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক সম্পন্ন করেন রাদওয়ান মুজিব। একই প্রতিষ্ঠান থেকে কমপ্যারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন।

রাদওয়ান মুজিদের তিন ভাই-বোনের মধ্যে বোন টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। তাদের বাবা শফিক আহমেদ সিদ্দিক দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। পরে দীর্ঘ সময় লন্ডন ও ভারতে নির্বাসনে থাকতে হয় তাদের। শেখ রেহানা লন্ডনে নির্বাসনে থাকার সময় রাদওয়ান মুজিব সিদ্দিকের জন্ম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!