1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
১৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন করোনা রোগী
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

১৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন করোনা রোগী

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৫৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:  প্রায় তিন সপ্তাহ পর গোটা পৃথিবীতে করোনা রোগী শনাক্তের সংখ্যা কিছুটা কমলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৬ হাজার ৭৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

এর আগে গত ৩০ জুন ১ লাখ ৬৪ হাজার ৯৮ জন রোগী শনাক্ত হন। এরপর থেকে প্রায় প্রতিদিন ১ লাখ ৭০ হাজারের বেশি রোগী পাওয়া যায়। এই ১৯ দিনের মধ্যে ৯দিনই আবার ২ লাখের বেশি করে মানুষ সংক্রমিত হয়েছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রিয়েল টাইমে সোমবার সকাল সাতটা পর্যন্ত গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩৭ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৮৭ লাখ ৩০ হাজার ১৬৩ জন। মারা গেছেন ৬ লাখ ৮ হাজার ৫৩৯ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৯৬ হাজার ৮৫৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ২৬৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ২ হাজার ৩৩৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০ লাখ ৯৯ হাজার ৮৯৬ জন। মারা গেছেন ৭৯ হাজার ৫৩৩ জন।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১১ লাখ ১৮ হাজার ১০৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ২৭ হাজার ৫০৩ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত ৭ লাখ ৭১ হাজার ৫৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ হাজার ৩৪২ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৩ লাখ ৬৪ হাজার ৩২৮ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৩৩ জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!