1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে চা বাগানের ছাত্র সমাজ ও শ্রমিকদের মানববন্ধন
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

কমলগঞ্জে চা বাগানের ছাত্র সমাজ ও শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬১৪ জন পড়েছেন
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে গত ২৭ জুলাই সন্ধ্যায় বন্ধ করে দেওয়া ধলই চা বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে আলীনগর ও ধলই চা বাগানে চা শ্রমিক ও ছাত্র সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় আলীনগর চা বাগান কারখানার সামনে ও বেলা আড়াইটায় ধলই চা বাগান হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় চা শ্রমিক ও চা ছাত্র যুব সমাজের যৌথ উদ্যোগে আলীনগর চা বাগানে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, সজল কৈরী, গায়ত্রী রাজভর প্রমুক।
অন্যদিকে শুক্রবার বেলা আড়াইটায় চা বাগান ছাত্র সমাজের উদ্যোগে ছাত্রনেতা প্রদীপ পাশির সঞ্চালনায় ধলই চা বাগান হাসপাতালের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শমসেরনগর ইউপি সদস্য সীতারাম বীন, ছাত্রনেতা মোহন রবিদাস, স্থানীয় ছাত্রনেতা ইরাজ আহমেদ, প্রদীপ পাল, সুদীপ্ত ভর প্রমুখ।
দুটি চা বাগানে অনুষ্ঠিত পৃথক দুটি মানববন্ধনে বক্তারা বলেন,  শ্রম আইন লঙ্গণ করে ধলই চা বাগান কোম্পানী ২৭ জুলাই সন্ধ্যায় নোটিশ দিয়ে চা বাগান বন্ধ ঘোষণা করেছে। যা সম্পূর্ণরুপে বেআইনী। গত বুধবার (২৯ জুলাই) কমলগঞ্জ উপজেলা পরিষদ জরুরী বৈঠক হয়। দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা চলা বৈঠকে শুধুমাত্র ধলই চা বাগান কোম্পানীর অসহযোগিতায় কোন সমাধান ছাড়া বৈঠক শেষ হয়। পরবর্তী  আগামী ৪ আগষ্ট বৈঠকে ধলই চা বাগান খোলা সিদ্ধান্ত গৃহীত না হলে আগামীতে চা শিল্পাঞ্চলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!