1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
জামিন পেলেন লাইকির ‘অপু ভাই’
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

জামিন পেলেন লাইকির ‘অপু ভাই’

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩২২ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:  ইয়াছিন আরাফাত ওরফে ‘অপু ভাই’কে জামিন দিয়েছে আদালত। পথচারীকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান তিনি। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এই জামিন মঞ্জুর করে।

এর আগে এই আদালতে জামিনের আবেদন করেন অপুর আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করে। উভয়পক্ষের শুনানি শেষে সোমবার আদালত জামিনের আদেশ দেয়।

ভিডিও অ্যাপস লাইকির কথিত পরিচিত মুখ অপু ওরফে অপু ভাইকে ৩ আগস্ট সন্ধ্যার পর রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এরপর গত ৬ আগস্ট তার জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

রঙিন চুলে ভিডিও তৈরি করে বেশ পরিচিতি লাভ করেন ‘অপু ভাই’।

মামলা সূত্রে জানা যায়, ৩ আগস্ট উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এসময় পথচারী প্রকৌশলী মেহেদী হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় পরদিন হত্যা চেষ্টার মামলা দায়ের করেন রবিন। মামলা দায়েরের পর অপুকে উত্তরা থেকেই গ্রেপ্তার করে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!