1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
অসুস্থ স্বামী ,চাকরি খুঁজতে গিয়ে ভারতে পাচার তরুণী
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

অসুস্থ স্বামী ,চাকরি খুঁজতে গিয়ে ভারতে পাচার তরুণী

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৩৬৩ জন পড়েছেন

অনলাইন ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগানা জেলা থেকে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে বিএসএফ। ওই তরুণী জানিয়েছেন, চাকরি দেয়ার কথা বলে তাকে ভারতে পাচার করেছে মাদারীপুরের এক দালাল।

বিএসএফকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘২৫ আগস্ট রাতে বিএসএফের গোয়েন্দা শাখা থেকে সীমান্তে পাঠানো বার্তায় জানানো হয় একজন মেয়েকে নিয়ে গাঙ্গুলিয়া গ্রামের দিকে যাচ্ছে স্থানীয় দালাল।’

বিএসএফের মুখপাত্র সংবাদ সংস্থাটিকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছেন স্বামী অসুস্থ থাকায় চাকরির খোঁজ করছিলেন। কয়েক দিন আগে মাদারীপুরের ডালিম নামের এক পাচারকারীর সঙ্গে তার যোগাযোগ হয়। ডালিম তাকে মুম্বাইয়ের হোটেলে অথবা কোনো বাড়িতে কাজ দেয়ার কথা বলেন।’

‘ওই তরুণী ২৩ আগস্ট বাসে করে যশোর যান। ডালিম তাকে বাহারুল মণ্ডল নামে এক ভারতীয় দালালের ফোন নম্বর দেন।’

২৪ আগস্ট রাতে ডালিম এবং বাহারুলের সহযোগিতায় সীমান্ত পার হন ওই তরুণী। এরপর অনেক অচেনা পথ হেঁটে একটি বাড়িতে ওঠেন।

বাহারুলের বাড়িতে যাওয়ার পর তরুণী তাকে ২০ হাজার টাকা দেন। বিনিময়ে দালাল বাহারুল তাকে মুম্বাইয়ে চাকরির প্রতিশ্রুতি দেন।

মেয়েটিকে উদ্ধার করে মোস্তফাপুর পোস্টে নেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!