1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বৃহস্পতিবারও আকাশ মেঘলা থাকবে
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

বৃহস্পতিবারও আকাশ মেঘলা থাকবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৯৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃহস্পতিবারও দেশের আকাশ বৈরী থাকবে। মেঘলা আকাশ, ধমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাব রাতভর ঝড় হয়েছে রাজধানীতে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে প্রায় সারারাত। ভোরের দিকে বৃষ্টির পরিমাণ কমে এলেও মাঝে মাঝেই দমকা হাওয়া বইছে।

বুধবার রাত নয়টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিবেগে সাতক্ষীরা উপকূলে আঘাত করে। এ সময় ১২ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ছিল।

তীব্র গতির এই ঝড়ের কারণে বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা ও থমথমে। সন্ধ্যায় ঝড় আসার সঙ্গে সঙ্গেই দেশের অন্য জেলাগুলোর মতো ঢাকাও শুরু হয় দমকা হাওয়া আর বৃষ্টি।

আবহাওয়া অধিদফতর জানায়, আম্পানের প্রভাবে আজও দেশের আকাশ বৈরী থাকবে। সারাদিন ঢাকা ও এর আওতাধীন জেলাগুলোর আকাশ সারা দেশের মতো মেঘাচ্ছন্ন থাকতে পারে। যদিও দমকা হাওয়া আর বৃষ্টির পরিমাণ কমে এসেছে। তারপরও অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!