1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা: আমাজনে ‘জেনোসাইড’ ঘটে যেতে পারে
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

করোনা: আমাজনে ‘জেনোসাইড’ ঘটে যেতে পারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৫৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: ব্রাজিল সরকার করোনা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে আমাজন অঞ্চলে জেনোসাইড তথা হত্যাযজ্ঞ ঘটে যেতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কিংবদন্তিতুল্য ফটোগ্রাফার সিবাস্তিয়াগো সালগাদো।

বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো ইতিমধ্যে করোনাকে সাধারণ সর্দি কাশি বলে উড়িয়ে দিয়েছেন।

দেশটিতে করোনা প্রতিরোধে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দিচ্ছেন না তিনি বলে গেলে। এতে আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে আমাজন অঞ্চল, এমনটাই মত বিশেষজ্ঞদের।

এ ছাড়া আমাজন নিধনে গাছ পাচারকারী ও কৃষকদের উৎসাহিত করার জন্য অভিযোগ আছে বলসোনারোর বিরুদ্ধে। আমাজন রক্ষার সরকারি যেসব প্রতিষ্ঠান কাজ করতো সেগুলোও ভেঙে ফেলেছেন তিনি।

বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্টটি সোনার খনির ছবি তুলে বিখ্যাত হয়েছিলেন সালগাদো। তিনি বলেন, সত্যিকারের বিপর্যয়ের মুখে এখন আমাজন।

এ বিখ্যাত ফটোগ্রাফার বলেন, এমনিতেই সোনা উত্তোলনকারীরা, গাছ পাচারকারী, কৃষক এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর সবসময়ের আক্রমণের শিকার আমাজনের আদিবাসীরা। এখন করোনা সংক্রমণের কারণে তারা আরও বড় ঝুঁকিতে আছে। তাদের কাছে কোনো অ্যান্টিবডি নেই।

প্যারিসে অবস্থান করা ৭৬ বছর বয়সী সালগাদো অভিযোগ করেন, আমাজনের মানুষের শতভাগ বিরোধী বলসোনারোর পদক্ষেপগুলো। তিনি লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। করোনা ঠেকাতে ইউরোপে যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখছি, তার কিছুই তিনি ব্যবস্থা নেননি।

ধারণা করা হয়ে থাকে, ইউরোপীয়দের প্রথম আগমণের পর রোগব্যাধিতে আক্রান্ত হয়ে আমাজনের ৯০ শতাংশ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়।

ফলে করোনা পরিস্থিতি সেখানে নতুন আশঙ্কা তৈরি করেছে। ইতিমধ্যে অঞ্চলটির মানুষদের বাঁচানোর জন্য সালগাদো আড়াই লাখ মানুষের স্বাক্ষর গ্রহণ করে একটি পিটিশন আহ্বান করেছেন। পিটিশনে স্বাক্ষর দিয়েছেন ম্যাডোনা, অপরাহ উইনফ্রেহ এবং ব্র্যাড পিট।

এদিকে করোনায় আক্রান্তের সংখ্যার তালিকায় ব্রাজিলে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৯১ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৮৫৯ জন মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!