1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতিতে 'ধীর গতি'
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতিতে ‘ধীর গতি’

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪৫৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভাড়াবাসা গুলশানের ‘ফিরোজা‘য় পারিবারিক পরিবেশে মানসিকভাবে ভালো আছেন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি খুব ধীরগতিতে হচ্ছে।

মঙ্গলবার দেশ রূপান্তরকে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম।

তার অসুস্থতার খবরগুলো জানার চেষ্টা করেছি। বাসায় আসার কারণে তিনি নিঃসন্দেহে মানসিকভাবে ওইটুকু একটা রিলিফ তিনি পেয়েছেন। সে কারণে তিনি মানসিক দিক দিয়ে একটু বেটার আছেন।
অসুখের দিক থেকে খুব একটা ইম্প্রুভমেন্ট তার একদমই হয় নাই। তার তো চিকিৎসাই হচ্ছে না। কারণ হাসপাতাল তো বন্ধ প্রায়। হাসপাতালে গিয়ে তিনি পরীক্ষা করবেন সেই পরীক্ষারও সুযোগ নেই’।
ফখরুল বলেন, শর্ত দিয়েছে যে, উনি বাইরে যেতে পারবেন না। অন্যান্য দেশগুলোতে একই অবস্থা।

লকডাউনের কারণে সবই বন্ধ। সেই কারণে চিকিৎসার সুযোগটিও পাচ্ছি না। উনি আগের যে, চিকিৎসা তার ব্যক্তিগত যেসব চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা কনটিনিউ করছেন।
১১ মে রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মুক্তির পর এটি ছিল তার প্রথম সাক্ষাৎ।

২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে সরকার খালেদা জিয়াকে মুক্তি দেয়। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে নিজের বাসায় ওঠেন সাবেক এ প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে কোয়ারেনটাইনে চলে যান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!