সিলেট: সিলেটে এক রাতে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তারা মারা যান।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের একজনের বাড়ি বালাগঞ্জে, আরেকজন বিয়ানীবাজারের এবং একজন সিলেট নগরীর।
হাসপাতাল সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার মালপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবুল কাশেম (৪০) বুধবার সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন। রাত ১০টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার তার করোনা শনাক্ত হয়েছিল।
এ ছাড়া বালাগঞ্জের করোনা আক্রান্ত এক ব্যক্তি (৪৬) নিজ বাড়িতে এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক জন (৫৫) মারা গেছেন। বেসরকারি ওই হাসপাতালে ভর্তির পর বুধবার তার করোনা ধরা পড়েছিল।
প্রসঙ্গত এখন পর্যন্ত করোনায় সিলেটে ১১ জনের মৃত্যু হয়েছে।