মুন্সীগঞ্জে মৃত দুই ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত
প্রকাশিত :
বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
৩৮৬
জন পড়েছেন
ডাক অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জ পৌরসভার পৃথক দুই এলাকায় মারা যাওয়া দুই ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার খালইষ্ট ও চরকিশোরগঞ্জ এলাকার ওই দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়। সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল মঙ্গলবার খালইষ্ট এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেলে দাফনের আগে তার নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া একই দিন চরকিশোরগঞ্জ এলাকার ৬০ বছরের এক ব্যক্তি মারা গেলে দাফনের আগে নমুনা সংগ্রহ করে। পরদিন মৃত ওই দুই ব্যক্তির নমুনা ঢাকার নিপসমে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।