1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে যুবলীগ নেতা শহীদের খাদ্য সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা শহীদের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৬৪২ জন পড়েছেন

আব্দুস শুকুরঃ  করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ মেনে মানুষজন সঙ্গ নিরোধে রয়েছেন। এমন সংকটপূর্ণ মূহুর্ত্বে ব্যক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ শহিদুর রহান শহীদ। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নে এপর্যন্ত এগারোশত অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি কালাপুর ইউনিয়নের ভাগলপুর, মীরনগর, মাইজদিহি, মনারগাও গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সমাপ্তি করেন। এ পর্যন্ত যুবলীগ নেতা শহিদুর রহমান শহীদ ও তার পরিবারের পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের এক হাজার একশত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবন, পিয়াজ, তেল ইত্যাদি বিতরণ করেন।
এসব খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলী, উপজেলা যুব লীগের সিনিয়র সহ সভাপতি শহিদুর রহমান শহীদ, কালাপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শহীদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সুফিয়ান, কাতার প্রবাসী মুহিবুর রহমান, সাংবাদিক মো. আব্দুস শুকুর ও তোফায়েল পাপ্পুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী বিতরণকালে যুবলীগ নেতা শহীদুর রহমান শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ও জেলা যুবলীগের নির্দেশনায় তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে গত ২ মে থেকে ২২ মে পর্যন্ত কালাপুর ইউনিয়নের কর্মহীন হয়েপড়া মোট এগারোশত পরিবারের মানুষজনের মধ্যে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!