1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা নিয়ে ‘ভুল তথ্য’ দেওয়ায় মিয়ানমারে সম্পাদকের জেল
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

করোনা নিয়ে ‘ভুল তথ্য’ দেওয়ায় মিয়ানমারে সম্পাদকের জেল

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪০৯ জন পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক:  করোনায় সংক্রমিত এক ব্যক্তি মারা গেছেন-‘ভুলে’ এমন সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের একটি অনলাইন সংবাদ সংস্থার চিফ নিউজ এডিটরের দুই বছরের জেল হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, অনলাইন সংবাদ সংস্থা দে পিউ‘র চিফ নিউজ এডিটর জাও ইয়ে টেটকে গত ১৩ মে গ্রেপ্তার করা হয়। সেদিনই তার অনলাইন সংবাদ সংস্থায় দাবি করা হয়, দেশটির পূর্ব কেরেন রাজ্য কভিড-১৯ রোগে একজনের মৃত্যু হয়েছে।

মিয়ানমারে এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত ১৯৯ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন। স্থানীয় সংবাদমাধ্যমের অভিযোগ, টেস্ট কম করা হচ্ছে বলেই শনাক্তের সংখ্যা কম।

জাও ইয়ের আইনজীবী শুক্রবার জানান, ‘অস্বাভাবিক’ দ্রুততার সঙ্গে ২০ মে তাকে শুনানিতে হাজির করা হয়।’

আইনজীবী মাইন্ট থুজার মাও বলেন, ‘৫০৫ (বি) ধারায় তাকে সাজা দিয়েছে কেরেনের আদালত।’

মিয়ানমারে এই ধারাটি বহুল আলোচিত। সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীদের কাছে রীতিমতো ‘কুখ্যাত’। কোনো তথ্য একটু অস্থিরতা সৃষ্টি করলে ধারাটি সেখানে ব্যবহার করা হয়।

জাও ইয়ের স্ত্রী ফিউ উইন জানিয়েছেন ‘অন্যায্য সিদ্ধান্তের’ বিরুদ্ধে তিনি আপিল করবেন।

যে রাজ্যটি নিয়ে অভিযুক্ত সাংবাদিক সংবাদ প্রকাশ করেন সেখানে এখন পর্যন্ত দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সরকারি দাবি অনুযায়ী, মৃত্যুর খবর নেই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!