কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শতাধিক কর্মহীনদের মাঝে চাল বিতরণ
প্রকাশিত :
শুক্রবার, ২২ মে, ২০২০
৪৫২
জন পড়েছেন
কমলগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হওয়া অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল বিতরণ করে কমলগঞ্জ প্রেসক্লাব।
শুক্রবার (২২মে) বিকাল ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,সহ সভাপতি প্রণিত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, সাধারন সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান,সাবেক সম্পাদক শাহিন আহমেদসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
চাল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে কমলগঞ্জ প্রেসক্লাবের এ উদ্যোগ প্রসংশনীয়। প্রেসক্লাবের সভাপতি- সম্পাদক বলেন দেশের এই দুর্যোগকালে অসহায়দের পাশে কমলগঞ্জ প্রেসক্লাবের সহায়তার চেষ্টা অব্যাহত থাকবে।সেই সাথে যার যার অবস্থান থেকে সাধ্যমতো অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান।