করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল
প্রকাশিত :
শুক্রবার, ২২ মে, ২০২০
৪০৬
জন পড়েছেন
অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাদেলের ঘনিষ্টজন মুক্তাদির আহমদ মুক্তা।
মুক্তা জানান, বুধবার নাদেলের রক্তের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার ওই কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
করোনা পজেটিভ হলেও কোন অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজের বাসায় আইসোলেশনে আছেন।