1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন

ঈদে ছোট পর্দায় মাহির ‘অবতার’

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৭৪ জন পড়েছেন

ডাক বিনোদন ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাধারণত ঈদের সময় তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়ে থাকে। করোনার কারণে এবার ঈদে মুক্তি পাচ্ছে না কোনো সিনেমা। তবে মাহি ভক্তদের হতাশ করেননি। বরং তার অভিনীত ‘অবতার’ সিনেমাটি টেলিভিশনে মুক্তি দেওয়া হবে।

মাহমুদ হাসান শিকদার পরিচালিত সিনেমাটি গত বছর সেপ্টেম্বরে যমুনা ব্লকবাস্টার, অভিসারসহ সারা দেশের ৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এবার ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত প্রচার করবে সিনেমাটি। ঈদের দিন দুপুর ১টায় এটি প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

‘অবতার’ সিনেমায় মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। মাহির নায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্রে নবাগত রুশো। এতে গান থাকছে চারটি। সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন ও কিশোর। সিনেমার কাহিনি, সংলাপ লিখেছেন মাহামুদ হাসান শিকদার। প্রযোজনা করছে সাগা এন্টারটেইনমেন্ট। আমিন খান-মাহি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!