1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:০১ অপরাহ্ন

‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৩৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  গাজীপুর মহানগরীর টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত উবক মাদক কারাবারী বলে পুলিশ জানায়।

শুক্রবার রাত ৯টার দিকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হাসান (৩০)।

তিনি ওই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি, ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বেলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদ হোসেন জানান।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে রাত ৯টার দিকে র‌্যাব-১ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ওৎ পোত থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৮ মামলার আসামি অস্ত্র ও মাদক কারবারি হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়। র‌্যাব-সন্ত্রাসী গুলিবিনিময়কালে হাসান ক্রসফায়ারে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, পরে ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুই শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!