1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে সেনাবাহিনী
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে সেনাবাহিনী

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৯০ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  সুপার সাইক্লোন আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সাভার সেনানিবাসের ২৮ ব্রিগেড কমান্ডের সেনা সদস্যরা। তারা কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে নেয়া ফসল বিনামূল্যে দেবে দুস্থদের।

এ উপলক্ষে ফরিদপুরে সেনাবাহিনীর উদ্যোগ শনিবার বসবে এক মিনিটের বাজার। দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত এ বাজার খোলা থাকবে।

শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ বাজার থেকে এক মিনিটে আটটি পণ্য নিয়ে বাড়ি ফিরতে পারবেন ফরিদপুর পৌরসভার দুস্থ পাঁচ শ ব্যক্তি। এ জন্য তাদের কোনো টাকা দিতে হবে না।

এ এক মিনিটের বাজারে যেসব পণ্য দেওয়া হবে সেগুলো হলো, পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবন, বেগুন, মিষ্টি কুমড়া ও আটা।

সাভার সেনানিবাসের ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত ইউনিট (২৮ ব্রিগেট) এর অধিনায়ক লে. কর্নেলে মো. মাসুদ পারভেজের তত্ত্বাবধানে এ বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ফরিদপুর পৌর সভাধীন পাঁচ শ ব্যক্তিকে এ বাজার থেকে উল্লেখিত পণ্য দেওয়া হবে।
দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার মো. আলিমুজ্জামান উপস্থিত থাকবেন।

জেলার বিভিন্ন এলাকার চাষীরা জানান, একদিকে করোনার ছোবল অপর দিকে সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে স্থানীয়ভাবে দিনমজুরের সংকট সৃষ্টি হয়েছে, ফলে জমি থেকে ফসল তুলতে পারছেন না অনেকেই।

তারা আরো জানান, পাইকারী বাজারে কুমড়াসহ অন্যান্য ফসলের মূল্য অপ্রত্যাশিতভাবে নিম্নমুখী হওয়ায় অনেকে পণ্য বিক্রি করতে বাজারে না নিয়ে বাড়িতেই ফেলে রেখেছেন।

তারা জানান, সেনা সদস্যরা ফসল ঘরে তুলতে সহায়তা করার পাশাপাশি ন্যয্যমুল্যে পণ্য কিনে নেয়ায় ক্ষতির হত থেকে রক্ষা পাচ্ছেন অনেকেই।

ফরিদপুরের দায়িত্বরত কমান্ডিং অফিসার লে: কর্নেল মাসুদ পারভেজ (পিএসসি) জানান, চাষীদের নিকট থেকে ক্রয় করা এসব পণ্য শনিবার এক মিনিটের বিনা মূল্যের সবজি বাজারে উপস্থাপন করা হবে। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই বাজার থেকে জেলার নাগরিকরা বিনামূল্যে সবজি সংগ্রহ করতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!