কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জের পতনউষারে ‘সেক্রিফাইস গ্রুপ পতনঊষার’ নামে নতুন অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার (২২ মে) রাতে আজহারুল ইসলাম শাকিলকে আহবায়ক ও আতিফ চৌধুরীকে সদস্য সচিব করে ৪২ বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
পতনউষার ইউনিয়নের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ কমিটির উপদেষ্টা পারভেজ আহমদ ও খোকন আহমদ স্বাক্ষরিত পত্রে ঘোষিত কমিটিকে আগামী ৩ মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য বলা হয়েছে।