1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে ‘মানবতার আধার’ ব্যানারে থানা পুলিশের খাদ্য সহায়তা বিতরণ
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ‘মানবতার আধার’ ব্যানারে থানা পুলিশের খাদ্য সহায়তা বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৮৬ জন পড়েছেন

আব্দুস শুকুর,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ   করোনা দূর্দিনে দুঃস্থ অভাবী ও কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার মানবিক অঙ্গিকার নিয়ে এগিয়ে এসেছে জেলা পুলিশ।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ‘মানবতার আধার’ ব্যানারে আজ শ্রীমঙ্গলে ৭৫ জন কর্মহীন দুঃস্থ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে শ্রীমঙ্গল পুলিশ। এর আগে থানা পুলিশের পক্ষে করোন পরিস্থিতি মোকবেলায় প্রায় সাড়ে ৫ হাজার পরিবাবেরর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায় শনিবার (২৩ মে) দুপুরে থানা পুলিশের উদ্যোগে স্থানীয় ট্রাক ট্যাঙ্কলরীসহ বিভিন্ন পরিবহনের ৭৫ জন কর্মহীন অসহায় শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্যসহায়তা বিতরণকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরির্দক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, ট্রাক ট্যাঙ্কলরী পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি নূর হোসেন, সধারণ সম্পাদক শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতে থানা পুলিশের উদ্যোগে ইতিপূর্বে উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজারেরও বেশী অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, বর্তমান করোনা মোকাবেলায় সরকারী নির্দেশনা বেশীরভাগ মানুষ ঘরবন্দী হয়ে পড়েছেন। এজন্য জেলা পুলিশ সুপার আমাদের নির্দেশনা দিয়েছেন অসহায় গরীব মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা দেয়ার। আমরা পুলিশ বিভাগ থেকে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ‘মানবতার আধার’ এই ব্যানারে মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছি। তিনি বলেন, যতদিন প্রয়োজন অসহায় পরিবারের মধ্যে শ্রীমঙ্গল পুলিশ পক্ষে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!