1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

নিম্ন আদালতের দুই বিচারকের করোনা শনাক্ত

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৮০ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক: নিম্ন আদালতের দুই বিচারকের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত হাইকোর্টের এক বিচারপতির অবস্থার উন্নতি হয়েছে।

শনিবার আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

নিম্ন আদালতের দুই করোনা আক্রান্ত বিচারক মুন্সীগঞ্জ ও নেত্রকোনায় কর্মরত। মুন্সীগঞ্জ আদালতের এক কর্মচারীও আক্রান্ত হয়েছেন।

মন্ত্রী বলেন, তাদের যথাযথ চিকিত্সার জন্য ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আমি তাদের খোঁজ রাখছি।

এদিকে, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হাইকোর্টের বিচারকের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে তিনি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে ২৮ মে পর্যন্ত ভার্চুয়াল কোর্টের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

আদালত সূত্র জানায়, অবস্থার উন্নতি হওয়ায় করোনায় আক্রান্ত হাইকোর্টের বিচারককে গত ২১ মে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত ১১ মে করোনা শনাক্তের দুই দিন পর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে, অবস্থার অবনতি হলে, তাকে ১৬ মে সিএমএইচে নেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!