জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় জগতের নানা দিক নিয়ে কথা বলেছেন …
নাটকের অভিজ্ঞতা…
রেগুলার নাটক করছি ২০১৫ সাল থেকে। সে থেকে নাটকে পাঁচ বছর টানা কাজ করেছি। অভিজ্ঞতা এখন পর্যন্ত ভালো। ভালো কাজ করতে হবে। আরও ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে সমৃদ্ধ হতে চাই।
বিজ্ঞাপনে কম…
নাটকে বেশি কাজ করা হলে তাদের একটু বিজ্ঞাপনে কম দেখা যায়। বিজ্ঞাপন সব সময় নতুন মুখ চায়। যখন বিজ্ঞাপন করতাম তখন শুধুই বিজ্ঞাপন করা হতো। নাটকে জড়ানোর পর নাটকই বেশি করা হচ্ছে।
অভিনয়ে প্রশংসিত…
আমি ভালো একজন অবজারভার। সিনিয়রদের সঙ্গে অভিনয় করে করে শিখেছি। অ্যাক্টিংয়ের ওপর প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নেই বললে চলে। ব্যবসায় শাখার ছাত্র ছিলাম। কখনো চিন্তা করিনি মিডিয়া বা অ্যাক্টিং প্রফেশনে আসব। তারপরও অনেকের ভালোবাসা, প্রশংসা পেয়েছি। এখনো অভিনয়ে অনেক কিছু করা বাকি। অনেক প্রশংসা অর্জন করার আছে।
স্বাচ্ছন্দ্য…
অভিনয়ের কোনো নির্দিষ্ট মাধ্যম নেই। যেখানে মনে হয় অভিনয় করার সুযোগ আছে, ডিরেক্টর আমার ক্যারেক্টার নিয়ে সুন্দর মতো কাজ করার সুযোগ দিচ্ছেন সেখানে অভিনয় করতে ভালো লাগে। শর্টফিল্ম, মিউজিক-ভিডিও, নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনÑ সব মাধ্যমেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সবগুলো দারুণ উপভোগ করি।
অভিনয় জগতে আসার গল্প…
টিভিসির মাধ্যমে অভিনয় জগতে আসা। তারপর একটু একটু করে বড় হওয়া। পরিবারে সবচেয়ে বেশি উৎসাহ দেয় মামা আর মা।
বিয়ে ভাবনা…
আরও পাঁচ বছর পর বিয়ে নিয়ে ভাবব। এখন আমি বিয়ের জন্য প্রস্তুত নই। বয়সের দিক থেকে আরেকটু ম্যাচিউর হতে হবে।