1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
আকাশ থেকে তোলা ছবিতে ব্রাজিলের গণকবর
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

আকাশ থেকে তোলা ছবিতে ব্রাজিলের গণকবর

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪৯৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনের জন্য ব্রাজিলে খোঁড়া হচ্ছে গণকবর। ভয়ংকর এই দৃশ্য দেখা গেছে উড়ন্ত ক্যামেরায় ধারণ করা ছবিতে।

দ্য সান এবং মিরর অনলাইনসহ একাধিক গণমাধ্যমে গণকবরের ছবি প্রকাশ করা হয়েছে। তবে কে বা কারা এগুলো তুলেছেন তা জানা যায়নি।

ছবির ক্রেডিটে সংবাদ সংস্থা এএফপির নাম দেখা গেছে।
ব্রাজিল সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে একদিনে এক হাজারের বেশি মানুষ মারা গেছে। সব মিলিয়ে সেখানে ‘২১ হাজারের বেশি’ মানুষ রোগটিতে প্রাণ হারিয়েছেন।

তবে ব্রাজিলের কয়েকটি গণমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা আরও কয়েক গুণ বেশি!

যে গণকবরের খবর সামনে এসেছে সেটি সাও পাওলোতে দেখা গেছে বলে সানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সেখানকার করোনা মোকাবিলা কমিটির প্রধান ডিমাস কোভাস বলছেন, ‘আমরা করোনার কাছে হেরে যাচ্ছি। এটাই বাস্তবতা। ’

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সবশেষ হিসাব অনুযায়ী, ব্রাজিলে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ব্রাজিল বিপদে পড়েছে টেস্ট নিয়ে সরকারি ‘গাফিলতির’ কারণে। করোনা পরীক্ষার ক্ষেত্রে শুরুতে একদম গুরুত্ব দেয়া হয়নি।

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!