1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৬৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ   র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল পাবনা শহরের দক্ষিণ আটুয়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়অস্ত্র,গুলি, হাতবোমা ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। আটককৃত সোয়াদ আলম আপেল (৩৩) আটুয়া দক্ষিণপাড়ার মনোয়ারুল ওরফে বাবুর ছেলে, পশ্চিম সাধুপাড়ার মোস্তফার ছেলে সুমন (৩১) ও একই এলাকার আব্দুস সামাদ ওরফে মকসেদের ছেলে রফিক (৩১)।

পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ঈদ কে সামনে রেখে একদল সন্ত্রাসী শনিবার সকালে অবৈধ অস্ত্র, গুলিসহ ডাকাতির উদ্দেশে পাবনা পৌর এলাকার আটুয়া দক্ষিণপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর সময় ওই তিনজনকে আটক করা হয়।

র‌্যাব সদস্যরা এ সময় আটককৃতদের কাছ থেকে ২ টি বিদেশি রিভলবার, ২ টি ওয়ান শুটারগান, ৭ টি হাত বোমা, ৫ রাউন্ড রিভলবারের গুলি, ৫টি কার্তুজ ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।

র‌্যাবের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ সংঘটিত করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!