ডাক অনলাইন ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী আনসার সদস্য আবদুল মজিদের পরিবারকে ৫ লাখ টাকার চেক ও ঈদ সামগ্রী উপহার প্রদান করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের পক্ষ থেকে ঢাকা রেঞ্জের ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান ও ঢাকা মহানগর আনসার (ডিএমএ) ডিএমপি জোনের অধিনায়ক উপ-পরিচালক মো. মইনুল ইসলাম এই চেক ও উপহার সামগ্রী মৃত্যুবরণকারী পরিবারের কাছে হস্তান্তর করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাহিনীর আরও ১১ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এনিয়ে এখন পর্যন্ত বাহিনীর ২৭৯ জন আক্রান্ত হলেন আর সুস্থ হয়েছেন ৫১ জন।
মৃত্যুর আগে আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল মজিদ গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। তার পিতার নাম মৃত আব্দুর রহমান। গত ১১ মে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার কানুপুর গ্রামে।