কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামে পুকুর থেকে পানি উঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা রকি মিয়ার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শনিবার(২৩ মে) বিকাল সাড়ে ৫টায় প্রতিবেশী কুটি মিয়া ও নুর মিয়ার নেতৃত্বে এ হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় নারী সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় রকি মিয়া বাদি হয়ে হামলাকারী কুটি মিয়াকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে,শনিবার বিকালে রকি মিয়া বাড়ির যৌথ মালিকার পুকুর থেকে মটর লাগিয়ে পানি উঠাতে গেলে প্রতিপক্ষ কুটি মিয়া,নুর মিশা গং বাধা দেন। বাধা পেয়ে রকি মিয়া পানি উঠানোর পাইপ রেখে পানি উঠানো বন্ধ করেন। বিকালে প্রতিপক্ষরা কাউকে কিছু না বলে মটরের লাইনের পাইপ কেটে নিয়ে যাওয়ার সময় রকি বাধা নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কুটি,নুর,রুহেল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রকির বসত ঘরে হামলা করে। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ অর্থ ও মালামাল লুট করে নেয়। পরে আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।