কমলগঞ্জ ডাক প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও আলীনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নিয়াজ মোর্শেদ রাজু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জ আলীনগর ইউনিয়ন ও দেশবাসীকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (২৪ মে) সন্ধা ৬ টায় এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আসে খুশির ঈদ। পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসে খুশির বার্তা। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ।
নিয়াজ মোর্শেদ রাজু কমলগঞ্জ আলীনগর বাসীর উদ্দেশ্যে বলেন,করোনা ভাইরাসের কারনে সরকারি নির্দেশনা মেনে নিজ অবস্থান থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করার আহব্বান জানান।
পাশাপাশি তিনি, সমাজের বিত্তবানদের প্রতি আশেপাশের মানুষ গুলোকে ঈদের আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।