1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে সুন্ধি কচ্ছপ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন

কমলগঞ্জে সুন্ধি কচ্ছপ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৪০০ জন পড়েছেন

কমলগঞ্জ ডাক প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোরামারা গ্রাম থেকে শনিবার(২৩মে) রাতে দুর্লভ প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার(২৪মে) এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

উদ্ধার করা প্রাণীটি সুন্ধি কচ্ছপ বলে জানিয়েছে বন বিভাগ। এটির সারা দেহে হলুদের মাঝে কালো কালো ফোঁটা রয়েছে।শনিবার রাতে আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম কচ্ছপটি নিজের হেফাজতে রাখেন। আজ দুপুরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন সেটি লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করেন।ইউপি সদস্য রেজাউল করিম জানান, শনিবার গভীর রাতে কয়েক ব্যক্তি ঘোরামারা গ্রামের একটি জমি থেকে কচ্ছপটি ধরে। এ খবর শুনে তিনি গিয়ে কচ্ছপটি উদ্ধার করে নিজের হেফাজতে নেন। আজ সকালে তিনি লাউয়াছড়া বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগে খবর দেন। বেলা দুইটার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন কচ্ছপটি নিয়ে যান।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। এটি সুন্ধি কচ্ছপ। এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!