ডাক নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণকালে অসহায় হয়ে পড়া ৫০ জন মহিলাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, অধ্যক্ষ নুরুল ইসলাম, যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি,ছাত্রলীগ নেতা আনোয়ার পারভেজ আলাল,মহিলা নেত্রী রাবেয়া খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন,সংবাদিক সাজিদুর রহমান সাজু, সালাহ্উদ্দিন শুভ,হৃদয় ইসলাম।