তামিম উত্তরে বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন… ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।’ অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখা যেতেই পারে তামিমকে।
অবশ্য এর মানে এই না তামিম খেলা ছাড়ার চিন্তা শুরু করেছেন। ৩১ বছর বয়সী তারকা দিন কয়েক আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’- এ যুক্ত হয়েছিলেন। সেখানে রজিম তামিমের কাছে জানতে চান, আর কতদিন খেলবেন?
উত্তরে তামিম বলেন, ‘আমার মনে হয় আমি মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।’