1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বাবার বাড়ি যেতে না দেওয়ায় কমলগঞ্জে মণিপুরি গৃহবধূর আত্মহত্যা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

বাবার বাড়ি যেতে না দেওয়ায় কমলগঞ্জে মণিপুরি গৃহবধূর আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২০৩৮ জন পড়েছেন

ডাক নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাবার বাড়ি বেড়াতে যেতে না দেওয়ায় অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেছে মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের মণিপুরি গৃহবধূ পিউ সিনহা (২২)। রোববার রাতে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জের আলীনগর  ইউপির তিলকপুর গ্রামের প্রতাব সিংহের মেয়ে পিউ সিনহার বিয়ে হয়েছিল মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের সুশীল সিংহের সাথে। গৃহবধূ পিউ সিনহা গত কিছু দিন ধরে স্বামীর কাছে বায়না ধরেন বাবার বাড়ি বেড়াতে যাবেন। কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধকালে তাকে বাবার বাড়ি যেতে দেওয়া হয়নি স্বামী সুশীল সিংহ । তবে এ নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। পরে রোববার গৃহবধূ পিউ সিনহার মা তার (মেয়ের) বাড়ি বেড়াতে এসে এসময় বাবার বাড়ি যেতেও না করেন। রোববার বিকাল ৫টার পর পরিবার সদস্যদের অজান্তে গৃহবধূ পিউ সিনহা নিজ বসত ঘরে বিশ পান করে আত্মহত্যার চেষ্টা করে।  গৃহবধূ পিউ সিনহাক দ্রুত  মুমূর্ষূ অবস্থায় প্রথমে কমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৌলভীবাজার পাঠান, সেখান থেকে তাকে  সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রোববার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল গৃহবধূ পিউ সিনহার লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে গেলে সোমবার ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে বাবার বাড়ি যেতে না দেওয়ায় অভিমানে গৃহবধূটি আত্মহত্যা করেছে। ঘটনার সময় গৃহবধুর মা মেয়ের বাড়িতে ছিল। তিনি আরও বলেন যেহেতু পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে সেহেতু বাদ বাকি কাজ পুলিশ তদন্তক্রমে হবে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মাধবপুরে মণিপুরি গৃহবধূর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!