1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মির্জাপুরে ৭০ টি বাড়ি এবং একটি মাদ্রাসা লকডাউন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন

মির্জাপুরে ৭০ টি বাড়ি এবং একটি মাদ্রাসা লকডাউন

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৬৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের দিনে এক পুলিশ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

গত ২০ মে স্বাস্থ্যকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। এর মধ্যে মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশের এক সদস্যসহ ৬ জনের করোনা পজিটিভ আসে।

অন্য আক্রান্তরা হলেন- ফতেপুর, বানাইল, আনাইতারা, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের। তারা ঢাকা, গাজিপুর ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় এসেছেন।
এদিকে ঈদ উল ফিতরের আনন্দের দিনে ৬ জনের করোনা পজিটিভ হওয়ার খবর মির্জাপুরে ছড়িয়ে পড়লে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

স্বাস্থ্যকর্মীরা মির্জাপুর থেকে এ পর্যন্ত ৬৬০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এর মধ্যে ২০ মে পর্যন্ত ৬১৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে একজন সংবাদকর্মী, এক পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মীসহ ২৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে, করোনা পজিটিভ ৫৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, করোনা পজিটিভ ৬ জনের মধ্যে পুলিশ সদস্যকে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাজারবাগ পুলিশ হাসপাতালে রাখা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে থাকবে। আক্রান্তদের আশপাশের ৭০ টি বাড়ি এবং একটি মাদ্রাসা লকডাউন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!