1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
পার্বতীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ২ শতাধিক বসতবাড়ি লণ্ডভণ্ড
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

পার্বতীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ২ শতাধিক বসতবাড়ি লণ্ডভণ্ড

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৮৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  দিনাজপুরের পার্বতীপুরে করোনা পরিস্থিতিতে কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক বসতবাড়ি লণ্ডভণ্ড, দোকান-পাট, আধাপাকা ধান, আম, ভুট্টাসহ সবজির ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ে প্রায় ৩ শতাধিক ফলবানসহ বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে গোটা উপজেলাসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো।

সোমবার রাতে পার্বতীপুর শহরের উপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়।

উপজেলার হামিদপুর ইউনিয়নের ধাপেরবাজারের দোকান-পাট, ইউসুফপুর, দুধিপুর, পশ্চিম দুধিপুর, রামভাদ্রপুর, টুনিয়ারা, শেরপুর, পাটিকাঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেক জানা গেছে, ঝড়ের তাণ্ডবে বাড়ি-ঘর ছাড়াও ফসলি জমি ও গাছ-গাছালির ক্ষয়ক্ষতি হয়েছে।

করোনা পরিস্থিতিতে রবিবার গেল রাতে ঝড়ের তাণ্ডবে বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে পড়েছে।

তাদের এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মানুষেরা।

জয়নাল আবেদিন, বিনয় চন্দ্র, ফজলে আলীসহ অনেকেই।

পাটিকাঘাট গ্রামের বৃদ্ধ হাছান আলী মাস্টার (৮৫) বলেন, মোর জীবনে এমন ঝড় দেখুনি বাহে, এইবার মুই দেখনু।

উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুজ্জামান বলেন, উপজেলায় ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ধান, আম, লিচু ভুট্টাক্ষেত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

খবর পেয়ে ঈদের দিন আজ সোমবার সকাল সাড়ে ৭টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান ধাপেরবাজার, ইউসুফপুর ক্ষতিগ্রস্থ মানুষের বসতবাড়ী পরিদর্শন করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!