1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

সিলেটে নতুন আরও ১৯ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৪২৯ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করতা হয়েছে।

সোমবার (২৫ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

এদিন ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে রাত ১০টা ৫৬ মিনিটে তিনি বলেন, নতুন শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা কম। তবে সিলেট জেলার কানাইঘাট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও ওসমানীনগর উপজেলার বাসিন্দাই বেশি। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে। একইদিন সিলেট বিভাগের হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৮ জন ও সুনামগঞ্জে আরও ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারে নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষার ফল ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!