প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২০, ৩:১৯ পি.এম
ভারতে পঙ্গপালের হানায় দিশেহারা কৃষক

অনলাইন ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আরেক বিপদ এসে হাজির ভারতে। পঙ্গপাল ক্ষতি করছে একের পর এক ফসলি জমি। ফসল হারিয়ে দিশেহারা কৃষক।
সংবাদ প্রতিদিন জানায়, জয়পুর, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে তাণ্ডব চালিয়ে পঙ্গপালের দল হানা দিয়েছে মহারাষ্ট্রে।
একবার প্রবেশ করলে ক্ষেতের পর ক্ষেতে অবলীলায় ধ্বংসযজ্ঞ চালায় এই ছোট্ট পতঙ্গের দল। নতুন বিপদ ভাবাচ্ছে মহারাষ্ট্র সরকারকে। চিন্তায় মাথায় হাত কৃষকদেরও।
জানা গেছে, রাজস্থানের পর এই পঙ্গপালের দল হামলা চালিয়েছে উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ। এবার ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যের বিদর্ভ জেলাসহ বাকি চারটি জেলাতে হামলা চালাতে পারে পঙ্গপালের দল।
রাজ্যের যুগ্ম কৃষি কর্মকর্তা রবীন্দ্র ভোঁসলে বলেন, ‘অমরাবতী জেলা হয়ে এই রাজ্যে প্রবেশ করে। পরে পঙ্গপালের দল ওয়ারধা ও নাগপুরে প্রবেশ করে হামলা চালাবে। ’
তিনি বলেন, ‘কেন্দ্রের পক্ষ থেকে একটি দল বারংবার আমাদের পতঙ্গের গতিবিধি সম্পর্কে জানাচ্ছে।
আমরা সেই তথ্য গ্রামের কৃষকদের কাছে পৌঁছে দিয়ে তাদের সতর্ক করার চেষ্টা করছি। শুধু রবি শস্য ন, সব ধরনের ফসলের জন্য এই পতঙ্গ অত্যন্ত ক্ষতিকর। ’
পঙ্গপাল নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলোতে। ক্ষেতে ও ফসলের মধ্যে রাসায়নিক স্প্রে করার জন্য একটি বিশেষ দলেরও ব্যবস্থা করা হয়েছে।
Copyright © 2023 কমলগঞ্জের ডাক. All rights reserved.