আব্দুস শুকুর,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতের আঁধারে বাড়ি বাড়ি খাবার নিয়ে পৌঁছে দিচ্ছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়ছে বহু পরিবার। সরকারি ভাবে ব্যাপক ত্রাণ সহায়তা দিলেও বণ্টনে কিছু কিছু জায়গায় কিছুটা অনিয়ম করা হচ্ছে । এতে বঞ্চিত হচ্ছে খেটে খাওয়া অসহায় দিনমজুর পরিবারগুলি। এমনটাই বললেন কয়েকজন ঈদে না খেয়ে থাকতে হবে তাদের অনেককে। এমন খবর শুনে এম ইদ্রিস আলী দ্রুত ছুটে যান
বাজারে। মহাজনকে বাসা থেকে ডেকে এনে অনুরোধ করে দোকান খুলিয়ে খাদ্যসামগ্রী কিনে বাসায় নিয়ে যান তিনি। প্যাকেট করে খাবারগুলো রাতের আঁধারে শতাধিক মানুষের মাঝে বিলি করেন ইদ্রিস আলী। হঠাৎ করে এমন খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের সমাজের গরিব-অসহায় অভুক্ত পরিবারগুলোর পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছি। তাদের মুখের হাসি ও তাদের দোয়া আমার কাছে সবচেয়ে মূল্যবান। দেশের এমন পরিস্থিতি থাকলে আগামীতে আমার এমন উদ্যোগ অব্যাহত থাকবে। সাধ্য অনুযায়ী মানুষের পাশে সব সময় থাকবো।