1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন

সাংসদ এবাদুল করিম করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৪৩ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবু্ল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে দেশের বৃহৎ ওষুধ শিল্পপ্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিনি।

বুধবার ভোরে এই সাংসদের পিএ মোক্তার সিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানান সাংসদের পিএ।

সাংসদ এবাদুল করিম তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের বৃহৎ ওষুধ বিকন ফার্মাসিউটিক্যালসের মালিক।

মোক্তার সিকদার জানান, সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তার করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি ঢাকার বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তিনি আরও জানান, সাংসদ এবাদুল করিম বুলবুলের বর্তমান শারীরিক অবস্থা বেশ ভালো আছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!