মৃতরা হলেন- বিরামপুর পৌর শহরের শান্তিনগর মহল্লার মো. আনোর ছেলে আব্দুল মতিন (৬৫), মাহমুদপুর মহল্লার মো. তোজাম শাহর ছেলে আজিজুল ইসলাম (৩৩), সুলতানের ছেলে মহসীন আলী (৩৮) এবং ইসলামপাড়া মহল্লার তাপস রায়ের ছেলে অমৃত (৩০)।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মাহমুদপুরে গভীর রাত পর্যন্ত চোলাই মদের আসরে বসেছিল। সেখানে মদ খেয়ে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মারা যাওয়া ব্যক্তিরা তারা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ্ হবার পর তাদের মৃত্যু হয়।