অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্যসহ ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ২৭ জন চিকিৎসাধীন রয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী এবং এদের মধ্যে একজন ১২ বছরের শিশুও রয়েছে। এ নিয়ে জেলার ৯টি উপজেলার মধ্যে মোট ৭ উপজেলায় করোনা শনাক্ত হল। নতুন আক্রান্তদের মধ্যে দীঘিনালা ১ জন, খাগড়াছড়ি সদর ৩ জন, মহালছড়ি ৩জন, মাটিরাঙ্গায় ১ জন ও পানছড়িতে ১জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ জন শিশু ও একজন স্বাস্থ্যকর্মীও রয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।