1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন

কমলগঞ্জে করোনা আক্রান্ত সাংবাদিকের বাড়িতে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আল-আমিন

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬৩৭ জন পড়েছেন

সালাহ্উদ্দিন শুভ: সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে দৈনিক নতুন দিন মৌলভীবাজারের কমলগঞ্জ প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিটের সদস্য আলমগীর হোসেন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। বিভিন্ন জাতের পুষ্টি সমৃদ্ধ ফল, মাস্ক ও হাতের গ্লাবস নিয়ে করোনা আক্রান্ত সাংবাদিক আলমগীর হোসেনের বাড়িতে আসেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারি পরিচালক আল- আমীন।
বুধবার (২৬ মে) বেলা ১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক শমশেরনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে সাংবাদিক আলমগীর হোসেনের বাড়িতে আসেন। তিনি সেখানে সামাজিক নিরাপত্ব বজায় রেখে করোনা আক্রান্ত সাংবাদিকের খোঁজ খবর নেন। এসময় তাকে স্বাস্থ্য বিধি মেনে চলে দ্রুত আরোগ্য লাভে অনুপ্রেরণা দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নুরুল মোহাইমিন (মিল্টন) ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, স্বাস্থ্য বিভাগ কমলগঞ্জে করোনা আক্রান্তদের বিষয়ে সার্বক্ষনিক তদারকি করছে। সাংবাদিক আলমগীর আগের চেয়ে বেশ সুস্থ্য আছেন। বৃহস্পতিবার তার দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!